শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে,বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স পাচারের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে নিয়ে আশা বস্তাভর্তি মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি’র টহল দলটি ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে নিয়ে আসে। পরে বস্তার ভিতর থেকে একে একে বেড়িয়ে আসে ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা।