সংবাদ শিরোনাম ::
শেরপুর-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

মোহাম্মদ দুদু মল্লিক ,শেরপুর
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
শেরপুর-হালুয়াঘাট সীমান্ত থেকে অভিনব কায়দায় পাচারের সময় ভারতীয় ৫ টি গরু আটক করেছে বিজিবি। আজ সোমবার হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্ত এলাকা থেকে এসব গরু আটক করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্তে তেলিখালী বিওপির টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কায়দায় পাচারের চেষ্টা করা ৫ টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। বিজিবি আরো জানিয়েছে,সীমান্ত রক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের টহল কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে।