শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে কাতখালী মাদ্রাসায় গাছের চারা বিতরণ

- আপডেট সময় : ১১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার সদরে কাতখালী হাফিজা মাদ্রাসায় আজ বুধবার বিকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির মৌসুমের আমের চারা বিতরণ করা হয়েছে। এ সময় অত্র মাদ্রাসার মাঠে চারা রোপন করে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বিতরণ কর্মসুচীর উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ সাংহঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সাদী সহ অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় গ্রামবাসী ও অত্র মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থীরা ।
এ সময় সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন, রিপোর্টার্স ক্লাবের সদস্যরা শুধু রিপোর্ট করে দ্বায়িত্ব সারেন না বরং তারা সামাজিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে,তিনি আরো বলেন,ইতিমধ্যে আমাদের প্রিয় সংগঠনের কার্য্যক্রম সাধারন মানুষের মনে কোঠায় পৌঁছাতে সক্ষম হয়েছি,এভাবে সকলের সহযোগিতায় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।