সংবাদ শিরোনাম ::   
                            
                            শ্যামনগর উপজেলা শ্রমিক দল আয়োজিত আন্তর্জাতিক মে দিবসে র্যালি ও পথসভা
																
								
							
                                
                              							  মোঃ হাবিবুল্লাহ বেলালি, শ্যামনগর প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
 
হাসবে শ্রমিক বাঁচবে দেশ এটাই মোদের বাংলাদেশ, শ্যামনগরে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র্যালি ও  শোভাযাত্রার অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিটি, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম এর নেতৃত্বে  পশু হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শ্যামনগর বাজারের প্রধান সড়ক গুলো প্রদর্শন শেষে আবার পশু হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। এ   সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক দলের নেতাকর্মীবৃন্দ ও শ্রমিক ভাই ও বন্ধুরা প্রমুখ।
							
                            
																			
















