চালক শ্রমিক ইউনিয়ন সমাবেশে মাওলানা নুরুল হোসাইন
শ্রমিকবান্ধব দেশগঠনে দাঁড়িপাল্লার পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে হবে
- আপডেট সময় : ১২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন বলেন, শ্রমিকবান্ধব দেশ গঠনে দাঁড়িপাল্লার পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে হবে। আগামী নির্বাচনে দেশকে নতুন করে ঠেলে সাজানো একটি মহান সুযোগ। বিগত স্বাধীনতার ৫৫ বছর পরও বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব সমাজ ও রাষ্ট্রের বিননির্মাণ করা হয়নি। আর গত ১৬ বছরে ফ্যাসিটদের শাসনে তো শ্রমিকেরা আরও বেশি নির্যাতিত। ২৪ এর গন অভ্যুত্থান শ্রমিকদের জীবনবাজির অবদান দেশের ইতিহাসে স্বরণ হয়ে থাকবে। আর ২৪ এর শহিদ ও আহতদের ত্যাগ কোরবানি তখনই সার্থক হবে যদি আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে পারি। তাই শ্রমিকদের দেশ ও সমাজ গঠনে ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, আজ শ্রমিকেরা সব দিকে অবহেলিত, শ্রমিকদের ইজ্জত স্বয়ঃ মহান আললাহ তায়ালা দিয়েছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শ্রমিক শক্তিকে ঐক্য করে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ জবাবদিহিতা মূলক জীবন করতে চাই। তিনি গত ১ আগষ্ট, শুক্রবার বিকালে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া আইনুউলুম কামিল মাদ্রাসার হল রুমে রিকশা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। লোহাগাড়া উপজেলার রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনির আহমেদের সভাপতিত্বে দরসে কোরআন পাঠ করেন মাওলানা মুহিউদ্দিন আল আজাদ। উপজেলার রিকশা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশার অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার ট্রেড ইউনিয়নের সম্পাদক মাওলানা শরফুল আমিন চৌধুরী। বিশিষ্ট শ্রমিক নেতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও লোহাগাড়া উপজেলার সহ সভাপতি রফিক দিদার, উপজেলার রিকশা চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আইয়ুব আলীর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন আমিনুল হক ও আবদুল্লাহ সওদাগর। অনুষ্ঠানে ট্রেড ইউনিয়নের আওতাভুক্ত চালকদেরকে পরিচয় পত্র প্রধান করেন অতিথিরা।

















