শ্রীনগরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দ্রুত নতুন নির্মাণের দাবি
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধারদীয়া ৬৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারাপারের খালের ওপরের সেতুটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। সেতুটি শিক্ষার্থীদের পারাপারের জন্য সম্পূর্ণ অনুপযোগী হলেও, বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জোড়াতালি দিয়ে কোনো রকমে পারাপার হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত নতুন করে সেতুটি নির্মাণ করে দেওয়ার জন্য শিক্ষার্থী ও এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল দশা। মাঝেমধ্যে জোড়াতালি দিয়ে কোনোমতে এটি ব্যবহারের উপযোগী রাখার চেষ্টা করা হলেও, বর্তমানে এটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার উপক্রম। বিশেষ করে বৃষ্টির সময় সেতুটি আরও পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপা আক্তার, বলেন, “এর আগে আমাদের বিদ্যালয় থেকে সেতুটি নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজও এর কোনো সুফল মেলেনি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে দ্রুত নতুন সেতু নির্মাণ করা জরুরি।”
এলাকাবাসীরা জানান, শুধু শিক্ষার্থী নয়, এই সেতু দিয়ে প্রতিদিন এলাকার অনেক মানুষ চলাচল করেন। বর্তমানে এটি এতই নাজুক অবস্থায় আছে যে, আতঙ্ক নিয়ে পারাপার হতে হয়।
এ বিষয়ে তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি তিন বছর আগে আবেদন করেছি। হয়তো পাস হয়েছে, না হলেও হয়ে যাবে।”


















