শ্রীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্ৰগতী”।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।
উক্ত আয়োজনে শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাবুব আলমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও বিভিন্ন যুব সংগঠনের প্রশিক্ষণার্থী।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় হতে ঋণ সহায়তা হিসেবে যুব ঋণের চেক প্রদান, দুইটি যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র প্রদান ও সর্বমোট ভিন্ন ৭টি যুব সংগঠনকে ক্রেস্ট বিতরণ করা হয়।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সফল আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে জনাব আবু তালেব আহমেদ জাতীয় পুরস্কার ২০২৫ এ সমগ্ৰ বাংলাদেশে ২য় পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি আমাদের শ্রীপুর উপজেলার গর্ব।
বেকার যুব শক্তিকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা , আত্মকর্মসংস্থান সৃষ্টি ও রাষ্ট্রের জনসম্পদে রূপান্তরে শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদ্ধপরিকর। পরিশেষে সভাপতি সমাপ্ত বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।