শ্রীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ৩০৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা এখন আর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই উৎসবে যেমন থাকে আনন্দ-উচ্ছ্বাস, তেমনি ছড়িয়ে পড়ে সম্প্রীতির বার্তা। সেই আনন্দের অংশীদার করতে গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হিন্দু সম্প্রদায় এবং তাদের শিশু কিশোরদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল বাচ্চু।
গতকাল মঙ্গলবার শ্রীপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দিরের সভাপতি হরি নারায়ন চৌহানের সভাপতিত্বে এবং শ্রী দুলাল চৌহানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি, প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, এড আহসান কবির, বিল্লাল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বস্ত্র হাতে পেয়ে পূজারীর সারিতে দাঁড়ানো রেখা রবি দাস বললেন এবার পূজায় নতুন শাড়ি পেয়ে মনে হচ্ছে দেবীর আশীর্বাদ নেমে এসেছে। পূজার আনন্দে আমরাও এবার শামিল হতে পারব।
অপরদিকে বৃদ্ধ ধীরেন্দ চন্দ্র বর্মন কৃজ্ঞতার সঙ্গে বলেন, এবারই প্রথম পুজামন্ডপে আমরা রাজনৈতিক ব্যাক্তির নিকট থেকে উপহার পেলাম।
উৎসব মানে শুধু মণ্ডপে মণ্ডপে পূজা নয়, আনন্দ ভাগাভাগি করা। ডা. বাচ্চু আমাদের সেই আনন্দে শরিক করলেন।”
ডাঃ বাচ্চু বলেন সামাজিক দায়বদ্ধতার প্রকাশ আর রাজনীতির প্রতিযোগিতার বাইরে এই কর্মসূচি সামাজিক দায়বদ্ধতারও প্রতিফলন। বস্ত্র বিতরণের সময় তিনি আরো বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ মূলত অসহায় মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ। বাংলাদেশে দুর্গাপূজা একদিকে ধর্মীয় অনুষ্ঠান, অন্যদিকে সামাজিক সম্প্রীতির প্রতীক। তারেক রহমানের এমন উদ্যোগ শুধু দরিদ্র মানুষের দুঃখ লাঘবই করে না, বরং সমাজে ভ্রাতৃত্ব ও সহাবস্থানকে দৃঢ় করে। রাজনৈতিক নেতাদের মানবিক পদক্ষেপ উৎসবকে আরও অর্থবহ করে তোলবে।
তিনি আরো বলেন রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়— মানুষের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য। দুর্গাপূজার মতো উৎসব হয়ে উঠুক সম্প্রীতির সেতুবন্ধন, যেখানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় সবার মধ্যে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পৃন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।





















