সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০১:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বুধবার সকাল ১০টার পর গণভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
এরপর সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এর সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় ফরম বিক্রি ও জমা নেওয়া হয়েছে। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার পাঁচশ’ ৪৯ জন। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
আওয়ামী লীগ ৪৮টি, জাতীয় পার্টি দু’টি আসন পাবে। শরিক দলগুলোও পাবে সংরক্ষিত আসন।