সংসদ ভেঙে দিতে আলটিমেটাম
- আপডেট সময় : ৪৬৪ বার পড়া হয়েছে
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা তিনটার মধ্যে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এই আলটিমেটাম দেওয়া হয়। ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কথা বলেন। তাঁর পাশে আরও দুই সমন্বয়ককে দেখা যায়।
ভিডিও বার্তায় বলা হয়, শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে তাঁরা যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন, আর একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে। নানা ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হচ্ছে।
তাঁরা মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছেন, এ বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সব ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য দেশের ছাত্র-জনতা সদা প্রস্তুত রয়েছে।























