ভূমি মেলা-২০২৫ জনসচেতনামূলক সভাতে দিনাজপুর জেলা প্রশাসক
সব কিছুর মূলে মাটি, মাটি না থাকলে আমরা চলাচল করতে পারতাম না
- আপডেট সময় : ২৫৮ বার পড়া হয়েছে
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্পে সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন সন্মানিত প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। উদ্বোধন শেষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
গত ২৫শে মে রোববার সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার পরিষদ হল রুমে ভূমি মেলার জনসচেতনামূলক সভাতে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি)ও সদর উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ বোরহান উদ্দিন সভাপতিত্বে আজকের অনুষ্ঠানের দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বক্তব্য বলেন, আল্লাহতালা সৃষ্টি করেছেন মানুষ ও মাটিকে। আমাদের জন্ম মাটিতে আবার মরার পর মাটিতে মিশে যাই। সব কিছুর মূলে মাটি, আমরা পৃথিবীর সব জায়গায় চলাচল করি, মাটি না থাকলে আমরা চলাচল করতে পারতাম না ঘটনার সত্যতা। তিনি বলেন, দেশে যত মামলা আছে আমার মনে হয় ১০০টি মামলার মধ্যে ৪০টি মাদক ও ৪০টি মামলা হলো জমি নিয়ে আর বাকি ২০টি মামলা অন্যান্য। জমি হলো আমাদের চিন্তার বড় কারন। জমি মালিকের বড় একটা প্রমান হলো তিনটি জিনিস থাকতে হয় প্রথমত দলিল থাকতে হবে, দ্বিতীয়ত্ব খতিয়ান থাকতে হবে, নামজারি থাকতে হবে আর দাখিলা থাকতে হবে। আপনি যদি ঠিকমত খোঁজখবর না নিয়ে জমি কিনেন তাহলে সারাজীবন জজকোর্টের বারান্দায় চলাচল করতে হবে।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সানজিতা শারমিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলম। এই সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার প্রানি সম্পদ কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা বেগম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহাম্মদ সাদ্দাম হোসেনসহ প্রমুখ। আরো অংশগ্রহন করেন কৃষক, জমির মালিক ও ভূমিহীনগন এবং উপজেলার প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য সংশ্লিষ্টরা বলছেন ভূমি মেলা-২০২৫ তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। ভূমিসংক্রান্ত সেবামূলক কার্যক্রম হেল্প লাইনের মধ্যে রয়েছে যেমনঃ- (১) ভূমি উন্নয়ন কর (২) ই- নামজারি আবেদন (৩) খতিয়ানের আবেদন (৪) জমির ম্যাপ আবেদন (৫) ভূমি বিষয়ক পরামর্শ (৬) ভূমিসংক্রান্ত যে কোন অভিযোগ ইত্যাদি।




















