মাগুরা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন
সভাপতি কিজিল খান, সাধারণ সম্পাদক সুমন মুন্সি নির্বাচিত
- আপডেট সময় : ১৭৪ বার পড়া হয়েছে
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে মাগুরা পৌর বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫। গতকাল বুধবার বিকাল তিনটায় মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে শুরু হয় ভোটগ্রহণ, পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৬৩৫ জন ভোটার এই নির্বাচনে অংশ নেন।
দিন শেষে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল (আনারস প্রতীক) ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) পান ২৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে মুন্সী আঞ্জুম হাসান সুমন (চেয়ার প্রতীক) ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফরিদ হাসান খান (কাপ-পিরিচ প্রতীক) পান ১৭৭ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক–১ পদে কাজী মাজহারুল হক উৎপল (ঘুড়ি প্রতীক) এবং সাংগঠনিক সম্পাদক ২ পদে মো. উজ্জ্বল হোসাইন (টিউবওয়েল প্রতীক) নির্বাচিত হন।
ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করেন মাগুরা আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ। প্রিজাইডিং অফিসার ছিলেন মো. শাহাজাহান মৃধা বাবলু এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মো. কবিরুল বাশার।
ভোট গ্রহণের এই দিনটি ছিল উৎসব মুখর। কাউন্সিল প্রাঙ্গণ মুখরিত ছিল নেতাকর্মীদের শ্লোগান, মিছিল ও উচ্ছ্বাসে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই কলেজ চত্বর করতালি ও আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, এই কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এটি প্রমাণ করেছে বিএনপির নেতাকর্মীরা সংগঠনের প্রতি অনুগত ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।
জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, এই নির্বাচন তৃণমূল পর্যায়ে বিএনপির গণতান্ত্রিক চর্চার প্রতিফলন। নতুন নেতৃত্ব সংগঠনে নতুন উদ্দীপনা আনবে।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন জানান, এই কাউন্সিলের মাধ্যমে একটি কর্মীবান্ধব, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ কমিটি গঠিত হয়েছে।
অন্যদিকে জেলা বিএনপির নেতা পিকুল খান বলেন, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন বিএনপির শক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।
তৃণমূল নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে মাগুরা পৌর বিএনপি আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও জনগণের সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠনে পরিণত হবে।















