সিলেটের রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি সুলতান আহমদ, সম্পাদক খালেদ আহমদ

- আপডেট সময় : ০২:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
সিলেট নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রংমহল টাওয়ারের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আগা ফয়েজ উল্লাহ দৌলত, সদস্য সচিব মঞ্জুর আহমদ চৌধুরী এবং পোলিং অফিসার এ.কে. কামাল হোসেন ও সৌমিক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সুলতান আহমদ খান সভাপতি এবং খালেদ আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
নতুন কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: মো. আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক: মো. মাসুম আল মাহদী, সাংগঠনিক সম্পাদক: মো. আব্দুল মুক্তাদির ফাহাদ, অর্থ সম্পাদক: কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক: মো. ফয়জুল হাসান খান, প্রচার সম্পাদক: ময়নুল হক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক: আব্দুল গফুর প্রধান, কার্যকরী সদস্য: লায়েক আহমদ, মো. মোশাররফ হোসেন, মো. কামাল আহমদ, সাকিল হোসেন।
নির্বাচনে মোট ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬ জন প্রার্থী, যার মধ্যে ১১ জন বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যবসায়ী সমিতির সদস্যরা তাদের নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদ খান এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদ দায়িত্ব গ্রহণের পর সকলের সহযোগিতা কামনা করেন এবং সমিতির উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।