সমবায়ের শক্তিতে টেকসই উন্নয়ন, উৎসবমুখর মুক্তাগাছার জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের মুক্তাগাছায় “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় মুক্তাগাছা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহাম্মেদ লুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা শাখার প্রোগ্রাম অফিসার বেলী ম্রং, নগধারালিয়া সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড এর উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক সাইফুজ্জামান দুদু, অবসরপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, মুক্তাগাছা উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়।
এ সময় অতিথিরা বলেন, সমবায় হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। সাম্য ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই সংগঠন গ্রামীন অর্থনীতিকে শক্তিশালী করছে। প্রথ্যেক ইউনিয়নে সমবায়ের কার্যক্রম বিস্মৃত হলে বেকারত্ব ও দারিদ্র অনেকাংশে দূর হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর বলেন, সমবায়ের মূল শক্তি হলো একতা। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে সাম্য ও সমতায় দেশ গড়বো সমবায়-এই প্রতিপাদ্য শুধু স্লোগান নয়, বাস্তবে রূপ নেবে।
আলোচনা শেষে সফল সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমবায়ী নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।














