ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সরকারি কর্মচারীদের দাবি আদায়ে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার আয়োজিত এ মানববন্ধনে রংপুরের বিভিন্ন দফতরের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বেতন কমিশনের রিপোর্টের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর—এই একদফা দাবিতে সারাদেশে কর্মসূচি চলছে।
এ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর জেলা ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা কমিটি (১৭–২০ গ্রেড কল্যাণ সমিতি)-র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন, (১১–২০) গ্রেড কর্মচারী সমিতি, রংপুরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, ১৭–২০ গ্রেড কর্মচারী কল্যাণ সমিতি ও চিত্র বিনোদন ক্লাব, রংপুর কালেক্টরেটের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (ফারুক), রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবির শান্ত, রংপুর জেলা শাখা (১৭–২০ গ্রেড কর্মচারী কল্যাণ সমিতি) ‘র সভাপতি মোঃ মিঠু মিয়াসহ বিভিন্ন দফতর, ইউনিয়ন ও সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “এক দফা দাবি—নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন”— এই দাবিকে ঘিরেই চলমান আন্দোলন আরও শক্তিশালী করা হবে।
সমাপনী বক্তব্যে আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি কর্মচারীদের দাবি আদায়ে রংপুরে মানববন্ধন

আপডেট সময় :

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার আয়োজিত এ মানববন্ধনে রংপুরের বিভিন্ন দফতরের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বেতন কমিশনের রিপোর্টের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর—এই একদফা দাবিতে সারাদেশে কর্মসূচি চলছে।
এ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর জেলা ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা কমিটি (১৭–২০ গ্রেড কল্যাণ সমিতি)-র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন, (১১–২০) গ্রেড কর্মচারী সমিতি, রংপুরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, ১৭–২০ গ্রেড কর্মচারী কল্যাণ সমিতি ও চিত্র বিনোদন ক্লাব, রংপুর কালেক্টরেটের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (ফারুক), রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবির শান্ত, রংপুর জেলা শাখা (১৭–২০ গ্রেড কর্মচারী কল্যাণ সমিতি) ‘র সভাপতি মোঃ মিঠু মিয়াসহ বিভিন্ন দফতর, ইউনিয়ন ও সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “এক দফা দাবি—নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন”— এই দাবিকে ঘিরেই চলমান আন্দোলন আরও শক্তিশালী করা হবে।
সমাপনী বক্তব্যে আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেওয়া হয়।