সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্য়োগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় : ১৮৪ বার পড়া হয়েছে
“সমন্বিত উদ্যােগে প্রতিরোধ করি দুর্যোগ’– প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যােগে দিবসটি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোহছেন উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বাস্তব প্রশিক্ষন প্রদর্শন করেন।
অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ বলেন, “আধুনিক প্রযুক্তি ও আগাম পূর্বাভাস ব্যবস্থার কারণে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানি অনেকাংশে কমে এসেছে৷ তবে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ধরন ও তীব্রতা দিন দিন বাড়ছে। এ জন্য শুধু সরকার নয়, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
সভায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলার ৪নং আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনারা বেগম, সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।



















