সরিষাবাড়ীতে জামাত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
গুলজার হোসেন, সরিষাবাড়ী (জামালপুর)জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জামাত- শিবিরের সন্ত্রাস নৈরাজ্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে তিব্র প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরিষাবাড়ী উপজেলা ও পৌর-বিএনপি।’
গতকাল মঙ্গলবার (১৫জুলাই) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা ও পৌর-বিএনপি’র, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আয়োজনে পৌরসভার শিমলা বাজার গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে জামায়াত শিবিরের বিরুদ্ধে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড় এমন স্লোগান দেওয়া হয়।
সরিষাবাড়ী পৌর-বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম পিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এজিএস, সরিষাবাড়ী পৌর-যুবদলের আহবায়ক মোঃ রমজান আলী, এ,আর,এ জুট মিলের সাবেক চেয়ারম্যান মোঃ নরুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোকাদ্দেস আলী টিক্কা, সাধারণ সম্পাদক মোঃ টিটু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শ্রী পলাশ কৃষ্ণ পাল অলক, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ৭নং কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ উজ্জল সরকার, সাধারণ সম্পাদক মো. সরোয়ার কবীর রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মুন্না, মিনহাজ আহমেদ ঈমন, ৭নং কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা চপলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশনেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সরিষাবাড়ী পৌর-বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু বলেন, জামায়াত-শিবির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, আগামীদিন তার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, জনগণের অধিকারের পক্ষে যারা কথা বলে, তাদের দমন করতে সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তবে এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে থাকবে বিএনপির অঙ্গ ও সহোযোগী সংগঠনগুলো।