ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলা ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে এঘটনা ঘটে। সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে।
সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায, নিহত সেলিম হোসেন ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আঃ কাশেম এর ছেলে। সে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ (জোনাল) অফিসের অধীনে ইলেকট্রিশায়ান হিসেবে কাজ করে আসছিল। রোববার বিকেলে সে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর ঝুলে থাকা কদম গাছের একটি ঢাল কাটতে যায়। ঢাল কাটার আগে বিদ্যুৎ অফিসে ফোন করে সঞ্চালন লাইনটি বন্ধ করে নেয়। পরে সে ওই কদম গাছের পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে পড়ে। খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়। এদিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঝুলন্ত অবস্থা মোঃ সেলিম হোসেনকে উদ্ধার করে। উদ্ধারের পর সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, ‘পল্লীবিদ্যুৎ লাইনের সকল কাজ করতেন তার স্বামী। আজ দুপুরে সে বালিয়া গ্রামের সোহেল নামে এক ব্যক্তির ডাকে কাজে যায় বালিয়া এলাকায়।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের লাইনে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো: দেলোয়ার হোসেন খান জানান, ‘গাছের ঢাল কাটার জন্য বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়। তবুও কিভাবে সে বিদ্যুৎপৃষ্ট হল বুঝতে পারছিনা। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তবে সে আমাদের অফিসের কোন নিয়োগপাপ্ত ইলেকট্রিশিয়ান নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

আপডেট সময় :

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলা ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে এঘটনা ঘটে। সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে।
সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায, নিহত সেলিম হোসেন ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আঃ কাশেম এর ছেলে। সে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ (জোনাল) অফিসের অধীনে ইলেকট্রিশায়ান হিসেবে কাজ করে আসছিল। রোববার বিকেলে সে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর ঝুলে থাকা কদম গাছের একটি ঢাল কাটতে যায়। ঢাল কাটার আগে বিদ্যুৎ অফিসে ফোন করে সঞ্চালন লাইনটি বন্ধ করে নেয়। পরে সে ওই কদম গাছের পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে পড়ে। খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়। এদিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঝুলন্ত অবস্থা মোঃ সেলিম হোসেনকে উদ্ধার করে। উদ্ধারের পর সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, ‘পল্লীবিদ্যুৎ লাইনের সকল কাজ করতেন তার স্বামী। আজ দুপুরে সে বালিয়া গ্রামের সোহেল নামে এক ব্যক্তির ডাকে কাজে যায় বালিয়া এলাকায়।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের লাইনে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো: দেলোয়ার হোসেন খান জানান, ‘গাছের ঢাল কাটার জন্য বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়। তবুও কিভাবে সে বিদ্যুৎপৃষ্ট হল বুঝতে পারছিনা। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তবে সে আমাদের অফিসের কোন নিয়োগপাপ্ত ইলেকট্রিশিয়ান নয়।