ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সরিষাবাড়ী পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সরিষাবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩জুলাই) সকাল থেকে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবু হানিফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পিংনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নাজমুল ইসলাম নাজু।
অনুষ্ঠানে মোঃ হেদায়েতুল ইসলাম (অপু)র’ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ বদিউজ্জামান, মোঃ ফরিদ হোসেন, মোঃ ইমরুল হোসেন, মোঃ ফরহাদ হোসেন (বি, এস, সি), মোঃ আনিছুর রহমান আনিছ, মোঃ বেলাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ জিয়াউল হক (জিয়া), মোঃ হারুন- অর রশিদ এবং মোঃ আঃ রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি, পড়ালেখার অগ্রগতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে আলোচনা করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন এবং অভিভাবকরা তাদের সন্তানদের সমস্যা তুলে ধরেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন শুধু শিক্ষার্থীর স্কুলে উপস্থিতি নয়, বরং তাদের ছেলে-মেয়েদের মানসিক বিকাশআ, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। এই ব্যতিক্রমধর্মী সমাবেশ স্কুল প্রশাসন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের একত্রে অংশগ্রহণ বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ী পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আপডেট সময় :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩জুলাই) সকাল থেকে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবু হানিফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পিংনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নাজমুল ইসলাম নাজু।
অনুষ্ঠানে মোঃ হেদায়েতুল ইসলাম (অপু)র’ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ বদিউজ্জামান, মোঃ ফরিদ হোসেন, মোঃ ইমরুল হোসেন, মোঃ ফরহাদ হোসেন (বি, এস, সি), মোঃ আনিছুর রহমান আনিছ, মোঃ বেলাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ জিয়াউল হক (জিয়া), মোঃ হারুন- অর রশিদ এবং মোঃ আঃ রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি, পড়ালেখার অগ্রগতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে আলোচনা করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন এবং অভিভাবকরা তাদের সন্তানদের সমস্যা তুলে ধরেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন শুধু শিক্ষার্থীর স্কুলে উপস্থিতি নয়, বরং তাদের ছেলে-মেয়েদের মানসিক বিকাশআ, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। এই ব্যতিক্রমধর্মী সমাবেশ স্কুল প্রশাসন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের একত্রে অংশগ্রহণ বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।