সাংবাদিক ওসমান হারুনীর মৃত্যুতে ইসলামপুরে শোকের ছায়া
- আপডেট সময় : ১৩৯ বার পড়া হয়েছে
সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি, আমার দেশ ও খোলা কাগজ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি গুণী দক্ষ লেখনীয় সাংবাদিক ওসমান হারুনী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একজন নির্ভীক, দায়িত্বশীল এবং মানবিক সাংবাদিক হিসেবে তিনি সহকর্মীদের হৃদয়ে বসবাস করতেন।
গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে পারিবারিক কলহে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যা ৭টায় ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসায় জানাযা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
২০০১ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত ওসমান হারুনী শিক্ষক পিতার আদর্শে বেড়ে উঠেছিলেন। তিনি সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকা ও সিজে নিউজ অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জামালপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং ইসলামপুর প্রেসক্লাবের সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। মৃত্যুকালে তার দুই ছেলে, স্ত্রী, মাতাসহ বহু গুণ গ্রাহি রেখে গেছেন। ইসলামপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে ৩ দিনের শোক কর্মসূচি পালন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় দড়ির দাগ রয়েছে এবং প্রাথমিক ভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং আত্মহত্যার সঠিক কারণ খুঁজে বের করা হবে।

















