সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
- আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে গলাকেটে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জলঢাকা থানার মোরে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, তিস্তা নিউজের প্রকাশক ও সম্পাদক ফয়সাল মুরাদ, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রিয়াদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, মফস্বল সাংবাদিকের সভাপতি আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, ডিমলা উপজেলার সাংবাদিক মোহাম্মদ আলী সানু সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার কর্মরত সকল প্রিন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি আব্দুল মালেক ও একুশে টিভির প্রতিনিধি নুর আলম বাবু প্রমূখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। ইতোমধ্যে যারা গ্রেফতার হয়েছে দেশের প্রচলিত আইনে দ্রুত তাদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।



















