সংবাদ শিরোনাম ::
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কাঞ্চন শিকদার, কিশোরগঞ্জ
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।
আজ শনিবার দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড়স্থ শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ প্রেসক্লাব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম , জেলা জামায়াতে ইসলামীর আমীর মো: রমজান আলী, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ , কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীসহ বিভিন্ন মিডিয়ার জেলা ও উপজেলার শতাধিক গণমাধ্যম কর্মী।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত ব্যাক্তিদের শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান।