সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীকে গ্রেপ্তারে সাতদিনের আল্টিমেটাম ক্র্যাবের
- আপডেট সময় : ০৩:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
রোববার (৫ মে) দুপুরে ডিআরইউর চত্বরে প্রতিবাদ সভা থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
প্রতিবাদ সভায় ক্র্যাব সভাপতি সভাপতি কামরুজ্জামান খান বলেন, শিগগির প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামবে ক্র্যাব।
সম্প্রতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইকবাল হাসান ফরিদের ওপর সাভারে তার বাসার কাছে একদল সন্ত্রাসী হামলা চালায়।
সন্ত্রাসীরা তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই গুড়া মরিচ ছিটিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে সাভার থানায় মামলা হবার বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
এদিন প্রতিবাদ সভা থেকে আগামী ৭দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে ক্র্যাব বাধ্য হবে।
মানববন্ধনে ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, পুলিশের কাজ প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা।
মানববন্ধনে ক্র্যাব যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, নির্বাহী কমিটির সদস্য কালিমুল্লাহ নয়ন এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আসাদুজ্জামান বিকু, সাবেক সাংগঠনিক সম্পাদক লতিফ রানা, আতাউর রহমান বক্তব্য রাখেন।