সাগর রুনি হত্যা মামলার বিচারের দাবী সহ ২১ দফা দাবীতে সাংবাদিক ইউনিয়ন ফেনীর মানববন্ধন
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
ফেনীতেনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যু’ত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী।
১’লা নভেম্বর – ২০২৫ ইং শনিবার সকালে ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের আয়োজিত মানববন্ধনের সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলোট্রনিক মিডিয়ায় গনমাধ্যমব্যাক্তিত্ব সহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, ড্যাব ফেনী জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোবারক হোসেন দুলাল।
সাগর-রুনি হত্যা মামলার বিচার’সহ ২১ দফা দাবি নিয়ে এসময় সাংবাদিকদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, এসএ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, স্বদেশ পত্রের সম্পাদক এন.এন জীবন, আমার বার্তা প্রতিনিধি সাঈদ খান, এশিয়ান টিভি প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, জিটিভি প্রতিনিধি জসিম ফরায়েজী, নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক আলোকিত গণমাধ্যম প্রতিনিধি আবুল হোসেন রিপন, মানবকন্ঠ প্রতিনিধি এম. এম. রহমান সোহেল, ভোরের আকাশ প্রতিনিধি তানজিদ শুভ, সোনাগাজী রিপোর্টাস ইউনিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, দেশের পত্রের প্রতিনিধি আনোয়ার হোসেন, সোনালী কন্ঠ প্রতিনিধি রুমি রহমান, নির্ভীক প্রতিনিধি তানভীর হামজা।














