সাড়ে ৮’শ বছরের প্রাচীন শিব মন্দিরে ভক্তের ঢল
- আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
ঢাকার অদূরে বিক্রমপুর। যেটি এখন মুন্সিগঞ্জ জেলা। প্রাচীন বিক্রমপুরের সিরাজদীখানে রয়েছে সাড়ে ৮ শত বছরের প্রাচীন শিব মন্দির। এই প্রাচীন শিব মন্দিরেই নামে ভক্তের ঢল। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে দুর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। বছরের শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের আরাধনা, চলে পুজা পার্বন।
সকাল থেকে বিকেল পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে। মহোৎসবে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা জানান, তিন দিন যাবত এখানে অনুষ্ঠান চলছে। সোমবার শেষ দিনে এখানে ১০-১২ হাজার ভক্তের সমগম ঘটে। ভক্তরা বলেন, আমরা আনন্দিত, কোন সমস্যা নাই। সুশুঙ্খলভাবে পুজা অর্চনা চলছে।
ভারত থেকে আসা এক শিব ভক্ত বলেন, আমি ভারত ও বাংলাদশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই। আজ তিনদিন যাবত এই মন্দিরে এসেছি। এ দেশের মানুষের আতিথিয়েতা আমাকে মুগ্ধ করেছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, আমাদের এই এলাকায় কোনো হিন্দু ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক সমস্যা নেই। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে আমাদের পুজা অর্চনা, ও উৎসব চলছে।
এলাকার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশেষ করে বিএনপির স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এ জেলা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বর্তমান পেক্ষাপটে একটি কুচক্রী গোষ্ঠী যাতে মন্দিরে হামলা করতে না পারে, সেজন্য স্বেচ্ছাসেবক দল রাত দিন এলাকার মন্দিরে মন্দিরে পাহাড়া দিচ্ছে।