ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সাড়ে ৮’শ বছরের প্রাচীন শিব মন্দিরে ভক্তের ঢল

আলী আহাম্মদ চৌধুরী, সিরাজদীখান
  • আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঢাকার অদূরে বিক্রমপুর। যেটি এখন মুন্সিগঞ্জ জেলা। প্রাচীন বিক্রমপুরের সিরাজদীখানে রয়েছে সাড়ে ৮ শত বছরের প্রাচীন শিব মন্দির। এই প্রাচীন শিব মন্দিরেই নামে ভক্তের ঢল। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে দুর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। বছরের শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের আরাধনা, চলে পুজা পার্বন।

সকাল থেকে বিকেল পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে। মহোৎসবে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা জানান, তিন দিন যাবত এখানে অনুষ্ঠান চলছে। সোমবার শেষ দিনে এখানে ১০-১২ হাজার ভক্তের সমগম ঘটে। ভক্তরা বলেন, আমরা আনন্দিত, কোন সমস্যা নাই। সুশুঙ্খলভাবে পুজা অর্চনা চলছে।

ভারত থেকে আসা এক শিব ভক্ত বলেন, আমি ভারত ও বাংলাদশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই।  আজ তিনদিন যাবত এই মন্দিরে এসেছি। এ দেশের মানুষের আতিথিয়েতা আমাকে মুগ্ধ করেছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, আমাদের এই এলাকায় কোনো হিন্দু ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক সমস্যা নেই। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে আমাদের পুজা অর্চনা, ও উৎসব চলছে।

এলাকার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশেষ করে বিএনপির স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এ জেলা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বর্তমান পেক্ষাপটে একটি কুচক্রী গোষ্ঠী যাতে মন্দিরে হামলা করতে না পারে, সেজন্য স্বেচ্ছাসেবক দল রাত দিন এলাকার মন্দিরে মন্দিরে পাহাড়া দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাড়ে ৮’শ বছরের প্রাচীন শিব মন্দিরে ভক্তের ঢল

আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

 

ঢাকার অদূরে বিক্রমপুর। যেটি এখন মুন্সিগঞ্জ জেলা। প্রাচীন বিক্রমপুরের সিরাজদীখানে রয়েছে সাড়ে ৮ শত বছরের প্রাচীন শিব মন্দির। এই প্রাচীন শিব মন্দিরেই নামে ভক্তের ঢল। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে দুর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। বছরের শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের আরাধনা, চলে পুজা পার্বন।

সকাল থেকে বিকেল পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে। মহোৎসবে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা জানান, তিন দিন যাবত এখানে অনুষ্ঠান চলছে। সোমবার শেষ দিনে এখানে ১০-১২ হাজার ভক্তের সমগম ঘটে। ভক্তরা বলেন, আমরা আনন্দিত, কোন সমস্যা নাই। সুশুঙ্খলভাবে পুজা অর্চনা চলছে।

ভারত থেকে আসা এক শিব ভক্ত বলেন, আমি ভারত ও বাংলাদশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই।  আজ তিনদিন যাবত এই মন্দিরে এসেছি। এ দেশের মানুষের আতিথিয়েতা আমাকে মুগ্ধ করেছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, আমাদের এই এলাকায় কোনো হিন্দু ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক সমস্যা নেই। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে আমাদের পুজা অর্চনা, ও উৎসব চলছে।

এলাকার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশেষ করে বিএনপির স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এ জেলা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বর্তমান পেক্ষাপটে একটি কুচক্রী গোষ্ঠী যাতে মন্দিরে হামলা করতে না পারে, সেজন্য স্বেচ্ছাসেবক দল রাত দিন এলাকার মন্দিরে মন্দিরে পাহাড়া দিচ্ছে।