সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে পূজামণ্ডপে বিএনপি নেতা রফিকের আর্থিক সহায়তা
মো. তারিফুল প্রধান, সাদুল্লাপুর (গাইবান্ধা)
- আপডেট সময় : ৩৬২ বার পড়া হয়েছে
চলমান শারদীয় দুর্গাপূজায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক। একইসঙ্গে দুর্গামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভাতগ্রাম ও ফরিদপুর ইউনিয়নের মণ্ডপসহ উপজেলার আরও অনেকস্থানে নগদ অর্থ প্রদান করেন রফিকুল ইসলাম রফিক। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূলে গিয়ে দুর্গা মন্দির পরিদর্শনসহ সহায়তার হাত বাড়িয়েছি। যাতে করে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন সেব্যাপারে আমরা সচেষ্ট আছি।





















