সাপাহার প্রেসক্লাবে বিএনপির মতবিনিময় সভা
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন সাপাহার প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন এবং গণমাধ্যমকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার অন্যতম শক্তি হিসেবে অভিহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাতাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য জুয়েল হকসহ সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





















