সাভারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই ¯স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে সাভারে হেমায়েতপুর নানান আয়োজনের মাধ্যমে এই প্রথম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ডে – নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন ওয়ান- ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাভারে হেমায়েতপুর স্কুল মাঠে জুলাই আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দেওয়া দুঃসাহসিক ক্রীড়া-প্রেমিক ঢাকা জেলা যুবদলের নেতা মোঃ রাকিব হাসানের আয়োজনে আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । এ সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ, হোসেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান, সহ যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে হেমায়েতপুর যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলায় জয়নাবাড়ী রয়েলস ক্লাব ও মোল্লাবাড়ী ফুটবল একাদশ। তিনি আরো বলেন ঢাকা ২ আসনে প্রতিটি ওয়ার্ডে খেলোয়াড় খেলতে হবে। উদ্বোধনী খেলায় জয়নাবাড়ী বনাম মোল্লাবাড়ী একাদশ অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ে ১-০ গোলে মোল্লা বাড়ী একাদশকে পরাজিত করে জয় লাভ করে।
এ সময় অন্তত দুই থেকে আড়াই হাজার অধিক খেলা প্রেমিক দর্শক মাঠের কানায় কানায় ভরপুর ছিল।