ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাভারে উপজেলা প্রশাসন ও সাস’র উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। গতকাল মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।
র‌্যালি ও আলোচনায় অংশ নেন সাভার উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মোহাম্মদ শওকত আলী, সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর উপ-পরিচালক (এমসি) মঞ্জুর মোর্শেদ, সাস রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর বাবুল মোড়ল, সাস এর কর্মকর্তা শেখ মো: খালিদ আকরাম, পারভীন আক্তার শান্তা; মোঃ ইব্রাহীমসহ রেইজ টিমের তরুণ শিক্ষানবিশ এবং বিভিন্ন ট্রেডের ওস্তাদগণ।
র‌্যালী শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ বলেন, “রেইজ প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি তরুণদের দক্ষতা উন্নয়নে এবং তাদের নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে। একত্রে কাজ করার মানসিকতা গড়ে তোলাই আজকের যুবশক্তির সবচেয়ে বড় চাহিদা। বহুপাক্ষিক অংশীদারিত্ব ছাড়া সফলতা আনা কঠিন।”
নিউজ টিভি বাংলার চেয়ারম্যান মো: দিদারুল ইসলাম বলেন, যুব শক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আরো উন্নয়ন করা সম্ভব। প্রায় ৫শ জন শিক্ষনবিশকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তোলার জন্য রেইজ প্রকল্পকে ধন্যবাদ জানান।
রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব বাবুর মোড়ল বলেন, “যুব সমাজের প্রযুক্তি ব্যবহারকে বাড়িয়ে তোলা এবং তাদের উদ্যোক্তা ও দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। সেজন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির আয়োজন করছি, যা দেশের উন্নয়নে অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে উপজেলা প্রশাসন ও সাস’র উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপডেট সময় :

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। গতকাল মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।
র‌্যালি ও আলোচনায় অংশ নেন সাভার উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মোহাম্মদ শওকত আলী, সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর উপ-পরিচালক (এমসি) মঞ্জুর মোর্শেদ, সাস রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর বাবুল মোড়ল, সাস এর কর্মকর্তা শেখ মো: খালিদ আকরাম, পারভীন আক্তার শান্তা; মোঃ ইব্রাহীমসহ রেইজ টিমের তরুণ শিক্ষানবিশ এবং বিভিন্ন ট্রেডের ওস্তাদগণ।
র‌্যালী শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ বলেন, “রেইজ প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি তরুণদের দক্ষতা উন্নয়নে এবং তাদের নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে। একত্রে কাজ করার মানসিকতা গড়ে তোলাই আজকের যুবশক্তির সবচেয়ে বড় চাহিদা। বহুপাক্ষিক অংশীদারিত্ব ছাড়া সফলতা আনা কঠিন।”
নিউজ টিভি বাংলার চেয়ারম্যান মো: দিদারুল ইসলাম বলেন, যুব শক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আরো উন্নয়ন করা সম্ভব। প্রায় ৫শ জন শিক্ষনবিশকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তোলার জন্য রেইজ প্রকল্পকে ধন্যবাদ জানান।
রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব বাবুর মোড়ল বলেন, “যুব সমাজের প্রযুক্তি ব্যবহারকে বাড়িয়ে তোলা এবং তাদের উদ্যোক্তা ও দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। সেজন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির আয়োজন করছি, যা দেশের উন্নয়নে অবদান রাখবে।