ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সাভারে ট্যানারি পল্লীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কিছু নেই: পরিবেশমন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সাভারে ট্যানারি পল্লীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কিছু নেই জানিয়েছেন স্বয়ং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মন্ত্রী বলেন, দেশের ট্যানারিগুলোতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কোন ব্যবস্থাই নেই। তিনি বলেন, সাভারের ট্যানারি থেকে ক্রোমিয়ামের মতো রাসায়নিক নির্গত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও ঢাকা কলিংয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সেখানে ক্রোমিয়ামের বিষয়টি রয়েছে, যেটি ভারী ধাতু, যেটির কারণে ক্যানসার হয়, মানুষ মারা যায়, সেই ক্রোমিয়াম আমাদের ট্যানারি থেকে বের হয়ে আসছে।

এটি খুবই দুঃখজনক। পরিবেশ রক্ষায় এত বড় একটি পরিকল্পনা মাফিক হাজারীবাগ থেকে ট্যানারী স্থানান্তর করা হলো। হাজারীবাগের ট্যানারীর বিষাক্ত বর্জে আশপাশের নদীগুলো মরে যায়। কাজেই এখানে একটি বড় ধরনের পরিবর্তন আসা দরকার।

মন্ত্রী বলেন, বর্জ্য থেকে যদি সার তৈরি করা যায়, তাহলে প্রতি বছর আমরা যে পরিমাণ সার আমদানি করি, তা আর আমদানি না করে স্থানীয়ভাবে বর্জ্য থেকে তৈরি করতে পারব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে ট্যানারি পল্লীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কিছু নেই: পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

 

সাভারে ট্যানারি পল্লীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কিছু নেই জানিয়েছেন স্বয়ং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মন্ত্রী বলেন, দেশের ট্যানারিগুলোতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কোন ব্যবস্থাই নেই। তিনি বলেন, সাভারের ট্যানারি থেকে ক্রোমিয়ামের মতো রাসায়নিক নির্গত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও ঢাকা কলিংয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সেখানে ক্রোমিয়ামের বিষয়টি রয়েছে, যেটি ভারী ধাতু, যেটির কারণে ক্যানসার হয়, মানুষ মারা যায়, সেই ক্রোমিয়াম আমাদের ট্যানারি থেকে বের হয়ে আসছে।

এটি খুবই দুঃখজনক। পরিবেশ রক্ষায় এত বড় একটি পরিকল্পনা মাফিক হাজারীবাগ থেকে ট্যানারী স্থানান্তর করা হলো। হাজারীবাগের ট্যানারীর বিষাক্ত বর্জে আশপাশের নদীগুলো মরে যায়। কাজেই এখানে একটি বড় ধরনের পরিবর্তন আসা দরকার।

মন্ত্রী বলেন, বর্জ্য থেকে যদি সার তৈরি করা যায়, তাহলে প্রতি বছর আমরা যে পরিমাণ সার আমদানি করি, তা আর আমদানি না করে স্থানীয়ভাবে বর্জ্য থেকে তৈরি করতে পারব।