সাভারে পরকীয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় বাড়ি ঘর ভাঙচুর করলেন দুর্বৃত্তকারীরা।

- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
শাহিনুর আক্তার শিলা ও শিউলি আখতার ফেরদৌস তাদের মায়ের পরক্রিয়ায় বাধা দেওয়ায়, সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেল সন্তানের কষ্টে অর্জিত টাকা দিয়ে গড়ে তুলে স্থাপনা l
গত ১৩ই আগস্ট আনুমানিক সকাল সাতটায় সন্ত্রাসী দিয়ে ভেঙ্গে চুরমার করলেন তাদের নিজের মায়ের ভাড়া করা সন্ত্রাসীরা।
বাড়িঘর ভাঙচুর করে আলমারিতে রাখা ২ লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায় ভাড়া করা দুর্বৃত্তরা।
কেন এত বড় শত্রু হলো তার সন্তানরা কারণ তার পরকীয়ায় বাধা হয়েছিল এই দুই সন্তান l এইজন্য মায়ের কাছ থেকে ক্রয় করা জায়গা তো দিচ্ছে না। উল্টো আঞ্জুমান আরা বেগমের মিথ্যা মামলার কবলে পড়ে দিনের পর দিন মানবতার জীবনযাপন করছেন এই দুই মেয়ে। এ বিষয়ে শাহীন আক্তার শিলা বলেন,
আমার মায়ের এসব কুকীর্তির জন্য আমাদের দুই বোনের সংসার ভেঙে যাওয়ার সংখাবোধ করছি এখন আমরা।
এ বিষয়ে সাভার মডেল থানায় আঞ্জুমান আরা বেগমকে
অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এই ঘটনার তন্ত্রকারী অফিসার সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম আমির বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে এসেছে তদন্ত করে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে যানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।