সাভারে পর পর দুটি চলন্ত বাসে ডাকাতি সর্বস্ব লুট,নিরাপত্তাহীন যাত্রীরা

- আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সাভারে একই দিনে যাত্রীবাহী দুটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। কষ্টের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতরা টাকা ছাড়া লুট করেছে নগদ টাকা স্বর্ণালংকার মোবাইল ফোন সহ সর্বস্ব। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাওগাতুল আলম।
এসব ঘটনার পর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনে যাত্রীবেশী ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের মূল্যবান মালামাল লুট করে নিরাপদে নেমে যায়।
১৫ মিনিটের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদূরে সিএন্ডবির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজধানী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশী ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মালামাল লুটে নেয়। যাত্রীদের অভিযোগ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় মহাসড়কে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।