সারিয়াকান্দিতে কলা বাগানের সাথে শত্রুতা

- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দিতে শত্রুতা করে ইমরুল কায়েসের কলা বাগানের তিন শতাধিক কলাগাছের চারা উপড়ে ফেলা হয়েছে । গত বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পারতিতপরল গ্রামের মন্তেজার রহমান সরকারের ছেলে ইমরুল কায়েস পৈত্রিক সুত্রে পাওয়া হিন্দুকান্দি মৌজার ১৬২ নং খতিয়ানের ২৮৪ নম্বর দাগে ২একর ২৪ শতক জমিতে কলাবাগান করতে এক সপ্তাহ আগে সাড়ে ১৬’শ কলাগাছের চারা রোপন করে । সেই কলা বাগানের ৩শতাধিক কলা গাছের চারা রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে উপড়ে ফেলে । গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় উপড়ে ফেলা কলাগাছের ছারা গুলো বিভিন্ন স্থানে পড়ে আছে । এব্যাপারে ইমরুল কায়েস জানান, পৈত্রিক সুত্রে পাওয়া তাদের জমিতে কলাগাছের চারা রোপন করে । কলা বাগানের জন্য তার কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা চাওয়া হয় । চাঁদার টাকা না দেয়ায় শত্রুতা করে রাতের অন্ধকারে ৩ শতাধিক কলা গাছের চারা উপড়ে ফেলে কলা বাগানের ক্ষতি করেছে ।