সংবাদ শিরোনাম ::
সিংগাইরে নয় কেজি গাঁজাসহ তিন জন গ্রেফতার

ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
- আপডেট সময় : ০১:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন এর দিক নির্দেশনায় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম এর সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগীতায় সিংগাইর থানার এসআই(নিঃ) পার্থ শেখর ঘোষ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সিংগাইর থানাধীন ধল্লা ইউ.পি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০৪/২০২৫ তারিখ রাত্র ২২:১৫ ঘটিকার সময় সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া সাকিনস্থ আসামী বিপাশা(২৭) এর বাড়ির চৌচালা টিনের বসতঘরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১।
বিপাশা(২৭), পিতা-মৃত হুমায়ুন কবির, মাতা-বেবী আক্তার, স্বামী-আরমান মিয়া, সাং-গাজিন্দা (হঠাৎপাড়া), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, ২। মোঃ রাসেল(১৯), পিতা-সালাউদ্দিন, মাতা-রাহেলা, গ্রাম-গরীবের চর, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর, ৩। নাজমা বেগম(৫৫), পিতা-মৃত আনছার আলী, মাতা-মৃত আমেনা, স্বামী-মৃত ফারুক হোসেন, সাং-বিরই (দত্তের বাজার), থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-সাদাপুর ( রফিক এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা দেরকে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে সর্বমোট ০৯ কেজি গাঁজা, মূল্য অনুমান ৩,৬০,০০০/-(তিন লক্ষ ষাট হাজার) টাকা এবং মাদকদ্রব্য গাঁজা পরিমাপে ব্যবহৃত সাদা রংয়ের একটি ডিজিটাল নিক্তি উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানার মামলা নং-১০, তাং-০৭/০৪/২০২৫ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(খ)/ ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু হয়েছে। আসামীদেরকে ০৭/০৪/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপোর্দ করলে জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরন করেন।