সিংগাইরে পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত বৈধ ইটভাটায় বারবার অভিযান

- আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে তালিকাভুক্ত ১৫ টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দেওয়ার অভিযান না হলে ও, সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে তালিকাভুক্ত বৈধ ইটভাটা মেসার্স রাফসান ব্রিক্স ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর।
এর আগে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তালিকাভুক্ত বৈধ সফুর ব্রিক্স ও রাফসান ব্রিকসে দুই দুই চার লক্ষ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ। ব্রিকস এর মালিক বলেন হাইকোর্টে রিট করা সহ জেলা প্রশাসকের লাইসেন্স, সকল ধরনের কাগজপত্র থাকা সত্ত্বে ও ষড়যন্ত্র করে আইন বহির্ভূত একের পর এক অভিযান করে হেনস্তা করা হচ্ছে। তালিকাভুক্ত ১৫টি অবৈধ ইটভাটায় অভিযান না করে, তালিকাভুক্ত বৈধ ইটভাটায় অভিযানের বিষয়ে জানতে চাইলে, স্কুলের দূরত্বের কথা বলে উপদেষ্টার নির্দেশে, কোন ধরনের নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করে ইটভাটা রাফসান রিক্স ভেকু দিয়ে গুড়িয়ে দেন।পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ঢাকা সদর দপ্তরের নির্দেশে অভিযান হচ্ছে বলে জানান। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ইটভাটার অভিযানের এক্তিয়ার পরিবেশ অধিদপ্তরের, তবে তালিকাভুক্ত অবৈধ ইটভাটায় অভিযান না করে, তালিকাভুক্ত বৈধ ইটভাটায় অভিযান করতে চাইলে, জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিলে, অভিযোগ টি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।