সিংড়ায় ধর্ষন মামলায় মাদ্রাসা ছাত্র আটক

- আপডেট সময় : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় ধর্ষন মামলায় আবুবক্কর সিদ্দিক (২২) নামে এক মাদ্রাসা ছাত্র কে আটক করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার রাতে তাকে বিজয়নগর গ্রাম থেকে আটক করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সে ঐ গ্রামের আবু হানিফের পুত্র এবং পিপুলশন কওমী মাদ্রাসার ছাত্র।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বিজয়নগর গ্রামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে নুরপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে । পরে ঐ মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবুবকর পালিয়ে যায়। পরে ভিকটিম কে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই শিশু শিক্ষার্থীর পরীক্ষা-নিরীক্ষা শেষে নাটোর জজ আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন বলেন, মাদ্রাসা ১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যায়। মাদ্রাসায় কেউ ছিলো না। এই সুযোগে এমন নাক্কারজনক ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন মোবাইল ফোনে বলেন, ওই শিশু শিক্ষার্থীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া হবে। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আসামী কে আটক করে। মামলাটি তদন্ত করা হচ্ছে। ধর্ষণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।