সংবাদ শিরোনাম ::
সিরাজদিখানে স্পেন প্রবাসী পক্ষ থেক খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্পেন প্রবাসী শাহ আলম শেখের পক্ষ থেকে সাড়ে ৭ শত পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্পেন প্রবাসী শাহ আলম শেখের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে শনিবার সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া ( ইসলাম বাগ) গ্রামে তার নিজ বাড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে এক বস্তা মিনিকেট চাল, সেমাই, সোয়াবিন তেল , মসুর ডাল, চিনি, লবন ও সাবান একত্রে করে সিরাজদিখান উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাড়ে ৭ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়।
স্পেন প্রবাসী শাহ আলম শেখের পিতা বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল করিম শেখে সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব (কে. এম. তারিকুল ইসলাম রতন, মধ্যপাড়া ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দিন , আবুবক্কর সিদ্দিক, স্পেন প্রবাসী শাহ আলম শেখের ম্যানেজার মাস্টার আব্দুল্লাহ আল মামুন, শাহ আলম শেখের ভগ্নিপতি মোঃ মনির হোসেন, সমাজ সেবক মোঃ রমজান আলী, মোঃ ফয়সাল আহমেদ, রাশেদুল ইসলাম সুমন সহ আরো অনেকে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে স্পেন প্রবাসীর দেওয়া খাদ্য ও ঈদ উপহার সামগ্রী পেয়ে উচ্ছসিত হতদরিদ্র ও নিম্ন আয়ের সাড়ে ৭ শত পরিবারের কয়েক হাজার মানুষ জন।