সীমান্তে ভারতের মারমুখী চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, ফেনসিডিল জব্দ
- আপডেট সময় : ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের দৌরাত্ম বেড়েছে। চোরাচালানের নানা পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে। আবার অস্ত্রসহ আটক হচ্ছে কোন কোন সীমান্তে।
সীমান্ত জোয়ান বিজিবি সীমান্তে ভারতের মারমুখী চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে নিজেদের রক্ষার পাশাপাশি জব্দ করছে নানা পণ্য। পঞ্চগড় সীমান্তে ভারতের অস্ত্রধারী চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিজিবি জোয়ানরা।
এসময় চোরাকারবারীরা ফেনসিডিলের বস্তা ফেলে দ্রুত ভারতে অভ্যন্তরে পালিয়ে যায়।
পঞ্চগড় সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধ মালামাল পাচার করে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবির গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় পঞ্চগড়-১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
তাতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভীর রাতে পঞ্চগড় জেলার মিস্ত্রীপাড়া সীমান্তে এই গুলির ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে আট-দশজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির মিস্ত্রীপাড়া সীমান্ত ফাড়ির একটি টহলদল সীমান্ত পিলার ৪১৮/১১- এস বোদাপাড়া নামক স্থানে অবস্থান নেয়।
রাত দেড়টার সময় ভারতীয় চোরাকারবারিরা মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় ভারতীয় চোরাকারবারিরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হলে টহলদল প্রাথমিক সতর্কতা হিসেবে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এতেও ভারতীয় চোরাকারবারিরা তোয়াক্কা না করে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।