সুনামগঞ্জ দোয়ারাবাজার সীমান্তে অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি
- আপডেট সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে সোয় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদ পেয়ে শনিবার বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর-কলাউড়া নামক স্থানে চালিয়ে বাংলাদেশী ৪১,৮৭৭ কেজি রসুন ও ১০০ কেজি সুপারি আটক করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ, ত্রাণ ও পুনর্বাসন শাখা) মোঃ রৌশন আহমেদ এর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এই অভিযান চালায়।
সিলেটের সীমান্তর্বতী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ী, ৩২১ বোতল মদ, ২টি মোটরসাইকল এবং অন্যান্য মালামালসহ অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮টি নৌকা আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ২ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলনে, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরচিালনা করে বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।
জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।