সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ এর সম্ভাব্য ২ প্রার্থীর প্রচারণা
- আপডেট সময় : ৬২৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ৪ আসন বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর, এই আসনটিতে কয়েকবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নির্বাচিত হয়েছেন, তবে এবার নতুন যুক্ত হয়েছেন গণঅধিকার পরিষদ, বরাবরের মতো জামায়াত অংশ গ্রহণ করলেও এবারও তাদের ধারাবাহিকতায় প্রার্থী দেবেন এবং প্রার্থী ঘোষণাও করেছেন জামায়াত। কিন্তু নতুন দল হিসেবে গণঅধিকার পরিষদ রয়েছে অনেকটা চাঙ্গা। দেখা যায় সুনামগঞ্জ ৪ আসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গিয়ে গণঅধিকার পরিষদ এর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন গণঅধিকার পরিষদ এর সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তিমন চৌধুরী। এছাড়াও গণঅধিকার পরিষদ এর বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক আজিজুর রহমান বিভিন্ন প্লাটফর্মে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন বলে সম্ভাব্য প্রার্থীরা জানান। এদিকে সাধারণ ভোটারদের সাথে কথা বললে, তারা জানান সকল দল দেখেছি এখন নতুন দল দেখার পালা, সুতরাং ন্যায় নীতির পক্ষে যেসকল দল কাজ করবে আমরাও তাদেরকেই ক্ষমতায় বসাতে চাই, ভোটাররা আরও বলেন যে আমরা বিভিন্ন সময় টিভি এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভিপি নুরুল হক নুর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা চাই এরকম একজন সৎ সাহসী লোক ক্ষমতায় আসুক।
এবিষয়ে সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনের গণঅধিকার পরিষদ এর সম্ভাব্য প্রার্থী তিমন চৌধুরী বলেন, আমাদের দল জন্মলগ্ন থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য জেল জুলুম স্বীকার করে চলছে এবং ভবিষ্যতে জনতার কাতারে দাঁড়িয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নেবে। তাছাড়া আমি এমপি হই বা না হই আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করতে পারি। এছাড়াও যদি দল থেকে অন্য কাউকে মনোনয়ন করে তাহলে আমি দলের সার্থে কাজ করবো ইনশাআল্লাহ।
গণঅধিকার পরিষদ এর বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক, আজিজুর রহমান বলেন, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন করবে আমি দলের সার্থে সকল নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করবো।



















