ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সুন্দরগঞ্জে এমপিও শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ের লক্ষ্যে থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
গতকাল রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটি’-এর আয়োজনে এ ভুখা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরাতন উপজেলা পরিষদ হয়ে নতুন উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন চন্ডিপুর আলহাজ গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম ইউ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী, জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ৫০ শতাংশে উন্নীত করা জরুরি। সরকারের ঘোষিত ৫ শতাংশ বৃদ্ধি বাস্তবতা বিবর্জিত ও অসম্মানজনক। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জে এমপিও শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল

আপডেট সময় :

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ের লক্ষ্যে থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
গতকাল রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটি’-এর আয়োজনে এ ভুখা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরাতন উপজেলা পরিষদ হয়ে নতুন উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন চন্ডিপুর আলহাজ গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম ইউ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী, জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ৫০ শতাংশে উন্নীত করা জরুরি। সরকারের ঘোষিত ৫ শতাংশ বৃদ্ধি বাস্তবতা বিবর্জিত ও অসম্মানজনক। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।