সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’-এর নবযাত্রার এক বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রূপালী বাংলাদেশের সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রেদওয়ানুর রহমান, একেএম শামছুল হক, জাহিদ হাসান, সুদীপ্ত শামীম, শাহজাহান মিয়া, মো. রিয়াদ হাসান, হারুন অর-রশিদ রাজু, জুয়েল রানা ও শামীম পারভেজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, সৎ, পেশাদার ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে রূপালী বাংলাদেশ স্থানীয় সাংবাদিকতায় নতুন দিশা দেখাচ্ছে। তারা পত্রিকার অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।



















