ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

সুন্দরবনে কোস্টগার্ডের তিন অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক-১

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ২৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনে পৃথক অভিযান পরিচালনা করে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এঘটনায় একজন হরিণ শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ  রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়ার আভিযানিক দল যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।

 অভিযান সমূহে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ১ জন হরিণ শিকারিকে  আটক করা হয়। আটক হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বনবিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে কোস্টগার্ডের তিন অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক-১

আপডেট সময় :

সুন্দরবনে পৃথক অভিযান পরিচালনা করে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এঘটনায় একজন হরিণ শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ  রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়ার আভিযানিক দল যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।

 অভিযান সমূহে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ১ জন হরিণ শিকারিকে  আটক করা হয়। আটক হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বনবিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।