ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ Logo দাগনভূঞায় সেতু আছে, সড়ক নেই। জনভোগান্তি চরমে Logo বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ সংবাদ সম্মেলনে Logo নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক Logo পুষ্টির সচেতনতা বিষয়ক  প্রশিক্ষন কর্মশালা Logo শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন  Logo পাথরঘাটায় প্রবাসী স্ত্রীকে মারধর করে টাকা-স্বর্ণালংকার লুট, ১৮ লাখ চাঁদা দাবি  Logo নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ Logo মামলার বাদীকে ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo নাটোরে জুঁই হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, দিল বৈষম্যছাত্র বিরোধী আন্দোলন

সুন্দরবনে রহস্যজনক অগ্নিকান্ড!

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

রহস্যজনক আগুনে পুড়ছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রহস্যজনক আগুনে পুড়ছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন। বিগত ২০ বছরে ১৮ বার আগুন লাগে সুন্দরবনে। সুন্দরবনে আগুনের ঘটনায় একাধিক বিষয়কে সামনে নিয়ে আসেন বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ এবং বাফার যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম শেখ।

সুন্দরবন থেকে যেসব মৌয়ালরা মধু সংগ্রহ করে থাকেন, তারা মৌচাকে আগুন দিলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে। তবে শনিবার (৪ মে) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের যে অগ্নিকাণ্ডের ঘটেছে, তা মূলত মৎস্য আরোহরণকারী এবং কতিপয় বনকর্মীদের যোগসাজশে হতে পারে।

কারণ, সুন্দরবনে আগুনে পুড়ে যাওয়া গাছপালা থেকে এক প্রকারের সুগন্ধি ও মাছের খাদ্য তৈরি হয়। যার গন্ধে প্রচুর মাছ ছুটে আসে। মৎস্যজীবী সেখানে জাল পেতে মাছ আহরণ করে থাকে। এ কারণেই ২০ বছরে ১৮ বার সুন্দরবনে আগুনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন নুর আলম শেখ।

শনিবার (৪ মে) দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহলফাড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব সংবাদমাধ্যমকে আগুন লাগার জানিয়ে বলেন, ৪টি টহলফাড়ির বনকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার খবর শুনে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সুন্দরবনে গিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু তাহের মিয়া।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের রিপোর্টের পর প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে রহস্যজনক অগ্নিকান্ড!

আপডেট সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

 

রহস্যজনক আগুনে পুড়ছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন। বিগত ২০ বছরে ১৮ বার আগুন লাগে সুন্দরবনে। সুন্দরবনে আগুনের ঘটনায় একাধিক বিষয়কে সামনে নিয়ে আসেন বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ এবং বাফার যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম শেখ।

সুন্দরবন থেকে যেসব মৌয়ালরা মধু সংগ্রহ করে থাকেন, তারা মৌচাকে আগুন দিলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে। তবে শনিবার (৪ মে) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের যে অগ্নিকাণ্ডের ঘটেছে, তা মূলত মৎস্য আরোহরণকারী এবং কতিপয় বনকর্মীদের যোগসাজশে হতে পারে।

কারণ, সুন্দরবনে আগুনে পুড়ে যাওয়া গাছপালা থেকে এক প্রকারের সুগন্ধি ও মাছের খাদ্য তৈরি হয়। যার গন্ধে প্রচুর মাছ ছুটে আসে। মৎস্যজীবী সেখানে জাল পেতে মাছ আহরণ করে থাকে। এ কারণেই ২০ বছরে ১৮ বার সুন্দরবনে আগুনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন নুর আলম শেখ।

শনিবার (৪ মে) দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহলফাড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব সংবাদমাধ্যমকে আগুন লাগার জানিয়ে বলেন, ৪টি টহলফাড়ির বনকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার খবর শুনে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সুন্দরবনে গিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু তাহের মিয়া।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের রিপোর্টের পর প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।