সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় রূপান্তরের যৌথ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
সুন্দরবনকে রক্ষা এবং প্লাস্টিক বর্জনের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় রূপান্তরের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভান্ডারিয়া উপজেলা বি আর ডি বি হল রুমে পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যুব ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সভাপতিত্বে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহাগ,নেছারাবাদ উপজেলা আহবায়ক সুবর্না আক্তার ও মঠবাড়িয়া উপজেলার আহ্বায়ক মোঃ রাসেল মুন্সী সহ তিনটি উপজেলার উপজেলার যুব ফোরামের অর্ধ শতাধিক সদস্য উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে আলোচনা করা যায়।