সুর সম্রাট আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৬/৯/২৬) শাস্ত্রীয় সংগীতের অমর স্রষ্টা , সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আমির হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
আলোচনায় বক্তারা বলেন- ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ভারতবর্ষ নয়, বিশ্ব সংগীত অঙ্গনে এক অনন্য নাম। তাঁর জন্মভূমি নবীনগর হওয়ায় আমাদের জন্য গৌরবের বিষয়। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং তার বাড়ি /জমি রক্ষায় স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। জেলা প্রশাসকের নামে দলিল করে দেয়া ভূমিতে আলাউদ্দিন খাঁর স্মৃতি রক্ষার্থে অডিটোরিয়াম ও মিউজিয়াম নির্মাণের জোড় দাবি জানানো হয়।
আমন্ত্রিত অতিথি ছাড় ও আলোচনায় অংশ নেন স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল নুর, মো. দেলোয়ার হোসেন, জাফর উল্লাহ, মো. ইকবাল হোসেন, প্রভাষক বাকির আহমেদ হামিম ও মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সুর সম্রাটের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।