ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

সুর, স্ত্রী ও মেয়ের নামে তিন মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) এবং তার স্ত্রী ও কন্যার নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, আসামি এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয় নিয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অংকের অস্বাভাবিক লেনদেন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় জমা করে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর/হস্তান্তর/রূপান্তর করে ১ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা ও বৈদেশিক মুদ্রায় ১,৬৯,৩০০ মার্কিন ডলার; ৫৫,০০০ ইউরো এবং ১০০৫.৪ গ্রাম স্বর্ণালংকার; যা বাংলাদেশি মুদ্রায় মোট ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আক্তার হোসেন আরও জানান, সুপর্ণা সুর চৌধুরী তার স্বামীর ক্ষমতার অপব্যবহারসহ অবৈধ সহযোগিতায় ব্যাংক হিসাবে সন্দেহজনক বড় অংকের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও পেনাল কোডের ১০৯ ধারায় পৃথক একটি মামলা রুজু করা হয়। এ ছাড়া নন্দিতা সুর চৌধুরী তার বাবা সিতাংশু কুমার সুর চৌধুরীর ক্ষমতার অপব্যবহারসহ পারস্পরিক সহযোগিতায় দুর্নীতির আশ্রয়ে ব্যাংক হিসাবে সন্দেহজনক বড় অংকের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণভাবে মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় অভিযোগসংশ্লিষ্ট (ক) নন্দিতা সুর চৌধুরী (খ) সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এ ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা তৎসহ পেনাল কোডের ১০৯ ধারায় পৃথকভাবে আরও একটি মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুর, স্ত্রী ও মেয়ের নামে তিন মামলা

আপডেট সময় : ০১:২৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) এবং তার স্ত্রী ও কন্যার নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, আসামি এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয় নিয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অংকের অস্বাভাবিক লেনদেন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় জমা করে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর/হস্তান্তর/রূপান্তর করে ১ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা ও বৈদেশিক মুদ্রায় ১,৬৯,৩০০ মার্কিন ডলার; ৫৫,০০০ ইউরো এবং ১০০৫.৪ গ্রাম স্বর্ণালংকার; যা বাংলাদেশি মুদ্রায় মোট ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আক্তার হোসেন আরও জানান, সুপর্ণা সুর চৌধুরী তার স্বামীর ক্ষমতার অপব্যবহারসহ অবৈধ সহযোগিতায় ব্যাংক হিসাবে সন্দেহজনক বড় অংকের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও পেনাল কোডের ১০৯ ধারায় পৃথক একটি মামলা রুজু করা হয়। এ ছাড়া নন্দিতা সুর চৌধুরী তার বাবা সিতাংশু কুমার সুর চৌধুরীর ক্ষমতার অপব্যবহারসহ পারস্পরিক সহযোগিতায় দুর্নীতির আশ্রয়ে ব্যাংক হিসাবে সন্দেহজনক বড় অংকের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণভাবে মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় অভিযোগসংশ্লিষ্ট (ক) নন্দিতা সুর চৌধুরী (খ) সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এ ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা তৎসহ পেনাল কোডের ১০৯ ধারায় পৃথকভাবে আরও একটি মামলা রুজু করা হয়।