সেনা-পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার আরও ৫ জন
- আপডেট সময় : ০৬:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ঢাকার কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (৩ নভেম্বর) ঢাকার ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী।
গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি ব্যবস্থার জন্য ভাষানটেক ও কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।