সংবাদ শিরোনাম ::
সোনাগাজীর ভ্রাম্যমান আদালতের ৯ জুয়ারীকে ৩ দিনের সাজা প্রদান

এম এ রহমান দুলাল ভুইয়া ,ফেনী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ফেনীর দক্ষিনান্চলীয় উপজেলা সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা গত ২১ এপ্রিল – ২০২৫ ইং সোমবার রাতে উক্ত উপজেলার মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারস্থ সিরাজ মার্কেটে জুয়ার আসরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীণ সিরাজ মার্কেটের একটি বিশেষ কক্ষ হইতে মার্কেট মালিক মোহাম্মদ সিরাজ সহ ৯ জন জুয়ারীকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতারে সক্ষম হয়েছে , সোনাগাজী মডেল থানার পুলিশ তাদের হেফাজত হতে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে ।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান এই অভিযান মাধ্যমে বংগীয় প্রকাশ্যে জুয়া আইন, ১৮৬৭ সালের ০৪ ধারা মোতাবেক শাস্তির বিধান অনুসারে প্রত্যেক ব্যক্তিকে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সরাসরি ফেনী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ঃ –
১। মোঃ মাসুদ আলম(৩০), পিতা-ছায়েদুল হক, সাং-চর সাহাভিকারী, ০১ নং ওয়ার্ড, ০৫নং চর দরবেশ ইউনিয়ণ পরিষদ , উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
২। মোহাম্মদ শাহাজাহান(৪০), পিতা-আবু বকর ছিদ্দিক, সাং-চর সাহাভিকারী, ০১ নং ওয়ার্ড, ০৫নং চর দরবেশ ইউনিয়ন পরিষদ , উপজেলা- সোনাগাজী, জেলা- ফেনী।
৩। মোশারফ হোসেন(২৫), পিতা-আবুল কালাম, সাং-বগাদানা, ০৮ নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউনিয়ন পরিষদ উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
৪। মোঃ বেলায়েত হোসেন(৩০), পিতা-মোঃ আব্দুল কাদের, ০৮নং ওয়ার্ড, সাং-বগাদানা, ০২নং বগাদানা ইউনিয়ণ পরিষদ উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
৫। মোহাম্মদ সিরাজ (৪০), পিতা-আবু তাহের, সাং-চর সাহাভিকারী, ০১নং ওয়ার্ড, ০৫নং চর দরবেশ ইউনিয়ণ পরিষদ উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
৬। আজগর হোসেন জনি(২৬), পিতা-জয়নাল আবেদীন, সাং-বগাদানা, ০৮নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউনিয়ন পরিষদ উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
৭। সাখাওয়াত হোসেন(২৮), পিতা-মজিদের রহমান, সাং-বগাদানা, ০৮নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউনিয়ন পরিষদ উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
৮। মার্কেট মালিক মোহাম্মদ সিরাজ(৩৮), পিতা-নুরুল ইসলাম, সাং-বগাদানা, ০৮নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউনিয়ন পরিষদ , উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
৯। মোহাম্মদ খলিল(৩৫), পিতা-ছোলেমান, সাং-আউরারখিল, ০৭নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউনিয়ন পরিষদ উপজেলা – সোনাগাজী, জেলা- ফেনী।
আসামীগনকে দন্ডপ্রদানের পর সরাসরি ফেনী জেলা কারাগারে প্রেরন করা হয় ।