সোমবার দিল্লীতে শেখ হাসিনা-মোদি বৈঠক
- আপডেট সময় : ০১:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ অনুষ্ঠানসহ বেশকিছু আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লী পৌছান শেখ হাসিনা। সোমবার (১০ জুন) হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠকে বসবেন শেখ হাসিনা।
দুই দেশের কোথায় কোথায় অগ্রাধিকার থাকবে, বৈঠকে সেই বিষয়গুলো আলোচনায় আসতে পারে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। বাংলাদেশের তরফে তিস্তা ও গঙ্গার পানি বণ্টনের ইস্যু, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতে বিশেষ ব্যবস্থার মতো বিষয়সহ বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় স্থান পেতে পারে।
আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদির শপথ শেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যোগ দেবেন নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানেও ।
এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী মোদি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। মোদির শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ অনেকেই যোগ দেবেন।